মঞ্চের উদ্দেশ্য
১. হুগলি জেলায় ডিজে ব্যবহার ও বাজির দূষণের বিরুদ্ধে সার্বিক প্রতিরোধ গড়ে তোলা ।
২. শব্দদূষণের বিরুদ্ধে জেলার নাগরিক সমাজের মধ্যে সদর্থক এবং সংবেদনশীল দৃষ্টিভঙ্গী গড়ে তোলা। কেবল পুলিশ প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নয়, সহমতের ভিত্তিতে মঞ্চের গ্রহণযোগ্যতাকে প্রসারিত করা।
২. পরবর্তী প্রজন্মকে সচেতন করতে স্কুল পর্যায়ে এই দূষণের বিরুদ্ধে প্রচার চালানো ।
৩. প্রতিটি প্রধান উৎসবের আগে পোস্টার, লিফলেট, দেওয়াল লিখন,সভা ও সমাজমাধ্যমে প্রচার চালানো।
৪. প্রতিটি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির কাছে, প্রচারের সময় শব্দসীমার নিয়ন্ত্রণ এবং সামগ্রিকভাবে শব্দদূষণের বিরুদ্ধে দাবীসনদ পেশ করা।
৫. ক্লাব সংগঠনগুলির সাথে নিবিড় যোগাযোগ গড়ে তোলার প্রয়াস নেওয়া।
৬. বিভিন্ন জায়গায় ছোটো ছোটো সভা করে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা।
৭. বাজি শ্রমিকদের দুর্দশার কথা জনসমক্ষে তুলে ধরা ও সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়ানো।
৮. সংগঠন কখনও কোনো দলীয় রাজনৈতিক সংগঠন বা তার শাখা সংগঠনের সাথে যৌথ কর্মসূচি গ্রহন করবেনা। কিন্তু বিশেষ ক্ষেত্রে আলোচনার সাপেক্ষে, সহমতের ভিত্তিতে নিয়ম শিথিল করতে পারবে।



বাজি ও ডিজে বক্স : সচেতনতা প্রসঙ্গে দু-চার কথা

বাজি , ডিজে বক্স এবং শব্দদূষণ সংক্রান্ত ডাউনলোড-যোগ্য ই-বই